Rabindranath Tagore feat. Srikanta Acharya & Rabindra Sangeet - Emono Dine Tare Bala Jay - translation of the lyrics into German

Emono Dine Tare Bala Jay - Srikanta Acharya , Rabindranath Tagore translation in German




Emono Dine Tare Bala Jay
An solch einem Tag kann man es ihr sagen
এমন দিনে তারে বলা যায়
An solch einem Tag kann man es ihr sagen,
এমন ঘনঘোর বরিষায়
In solch einem dichten Regenfall,
এমন দিনে মন খোলা যায়
An solch einem Tag kann das Herz sich öffnen,
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
Bei solchem Wolkenklang, im prasselnden Regen,
তপনহীন ঘন তমসায়
In sonnenloser, dichter Dunkelheit.
এমন দিনে তারে বলা যায়
An solch einem Tag kann man es ihr sagen.
সে কথা শুনিবে না কেহ আর
Diese Worte wird niemand sonst hören,
নিভৃত নির্জন চারিধার
Abgeschieden und einsam ist alles umher.
দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী
Wir beide einander gegenüber, tief betrübt im Leid,
আকাশে জল ঝরে অনিবার
Vom Himmel fällt der Regen unaufhörlich,
জগতে কেহ যেন নাহি আর
Als ob niemand sonst auf der Welt wäre.
সমাজ সংসার মিছে সব
Gesellschaft, Welt alles ist eitel,
মিছে এ'জীবনের কলরব
Eitel ist der Lärm dieses Lebens.
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
Nur mit den Augen den Nektar der Augen trinkend,
হৃদয় দিয়ে হৃদি অনুভব
Mit dem Herzen das Herz fühlend,
আঁধারে মিশে গেছে আর সব
Im Dunkel ist alles andere verschwunden.
তাহাতে এ'জগতে ক্ষতি কার
Was schadet es der Welt dadurch,
নামাতে পারি যদি মনোভার
Wenn ich die Last des Herzens ablegen kann?
শ্রাবণ বরিষণে একদা গৃহকোণে
Einst im Monsunregen, in einer Hausecke,
দু'কথা বলি যদি কাছে তার
Wenn ich ihr nah ein paar Worte sage,
তাহাতে আসে যাবে কিবা কার
Was geht es irgendwen an?
ব্যাকুল বেগে আজি বহে বায়
Ruhelos weht heute der Wind,
বিজুলি থেকে থেকে চমকায়
Der Blitz zuckt immer wieder auf.
যে কথা এ'জীবনে রহিয়া গেল মনে
Die Worte, die in diesem Leben im Herzen blieben,
সে কথা আজি যেন বলা যায়
Diese Worte, so scheint es, können heute gesagt werden,
এমন ঘনঘোর বরিষায়
In solch einem dichten Regenfall.
এমন দিনে তারে বলা যায়
An solch einem Tag kann man es ihr sagen.





Writer(s): Rabindranath Tagore


Attention! Feel free to leave feedback.