Rabindranath Tagore feat. Srikanta Acharya & Rabindra Sangeet - Tomar Khola Haoa Lyrics

Lyrics Tomar Khola Haoa - Srikanta Acharya , Rabindranath Tagore




তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
INSTRUMENTAL
সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
রেখ না আর বেধো না আর, কুলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
INSTRUMENTAL
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউ গুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউ গুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
ঝড়কে আমি করবো মিতে, ডরব না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া





Attention! Feel free to leave feedback.