Lyrics Tomar Khola Haoa - Srikanta Acharya , Rabindranath Tagore
তোমার
খোলা
হাওয়া
লাগিয়ে
পালে
তোমার
খোলা
হাওয়া
টুকরো
করে
কাছি,
আমি
ডুবতে
রাজি
আছি
আমি
ডুবতে
রাজি
আছি
তোমার
খোলা
হাওয়া
লাগিয়ে
পালে
তোমার
খোলা
হাওয়া
INSTRUMENTAL
সকাল
আমার
গেল
মিছে
বিকেল
যে
যায়
তারি
পিছে
গো
সকাল
আমার
গেল
মিছে
বিকেল
যে
যায়
তারি
পিছে
গো
রেখ
না
আর
বেধো
না
আর,
কুলের
কাছাকাছি
আমি
ডুবতে
রাজি
আছি,
আমি
ডুবতে
রাজি
আছি
তোমার
খোলা
হাওয়া
লাগিয়ে
পালে
তোমার
খোলা
হাওয়া
INSTRUMENTAL
মাঝির
লাগি
আছি
জাগি
সকল
রাত্রিবেলা
ঢেউ
গুলো
যে
আমায়
নিয়ে
করে
কেবল
খেলা
মাঝির
লাগি
আছি
জাগি
সকল
রাত্রিবেলা
ঢেউ
গুলো
যে
আমায়
নিয়ে
করে
কেবল
খেলা
ঝড়কে
আমি
করবো
মিতে,
ডরব
না
তার
ভ্রুকুটিতে
দাও
ছেড়ে
দাও
ওগো
আমি
তুফান
পেলে
বাঁচি
আমি
ডুবতে
রাজি
আছি,
আমি
ডুবতে
রাজি
আছি
তোমার
খোলা
হাওয়া
লাগিয়ে
পালে
তোমার
খোলা
হাওয়া
টুকরো
করে
কাছি,
আমি
ডুবতে
রাজি
আছি
আমি
ডুবতে
রাজি
আছি
তোমার
খোলা
হাওয়া
লাগিয়ে
পালে
তোমার
খোলা
হাওয়া
1 Ei Udasi Haoar Pathe Pathe
2 Emono Dine Tare Bala Jay
3 Aji Jato Tara Tabo Akashe
4 Puba Haoate Dey Dola
5 Oi Janalar Kache Bose Acchhe
6 Ek Lagoshe
7 Sudhu Tomar Bani Nay Go
8 He Mor Debota
9 Hridoy Amar Jay Bhese
10 Aaj Shrabaner Amantrane
11 Tomar Khola Haoa
12 Ki Paini Taar Hisaab
13 Kobe Ami Bahir Hole
14 Tumi To Sei Jabei Chole
Attention! Feel free to leave feedback.