Srikanto Acharya - Gahana Ghana Chailo Lyrics

Lyrics Gahana Ghana Chailo - Srikanto Acharya




গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
স্তিমিত দশ দিশি
স্তম্ভিত কানন, সব চরাচর আকুল
কী হবে, কে জানে
ঘোরা রজনী, দিকললনা ভয়-বিহ্বলা
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি
চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি
থরথর চরাচর পলকে ঝলকিয়া
ঘোর তিমিরে ছায় গগন মেদিনী
গুরুগুরু নীরদগরজনে স্তব্ধ আধার ঘুমাইছে
সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ
সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ
কড়কড় বাজ
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
স্তিমিত দশ দিশি
স্তম্ভিত কানন, সব চরাচর আকুল
কী হবে, কে জানে
ঘোরা রজনী, দিকললনা ভয়-বিহ্বলা
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া




Attention! Feel free to leave feedback.
//}