Suchitra Mitra - Ekoda Tumi Priye Lyrics

Lyrics Ekoda Tumi Priye - Suchitra Mitra




একদা তুমি প্রিয়ে
আমারি তরুমূলে
বসেছো ফুলসাজে
সে কথা যে গেছ ভুলে
একদা তুমি প্রিয়ে
সেথা যে বহে নদী
নিরবধি সে ভোলেনি
তারি যে স্রোতে আঁকা
বাঁকা বাঁকা তব বেণী
সেথা যে বহে নদী
নিরবধি সে ভোলেনি
তারি যে স্রোতে আঁকা
বাঁকা বাঁকা তব বেণী
তোমারি পদরেখা
আছে লেখা তারি কূলে
আজি কি সবই ফাঁকি
সে কথা কি গেছ ভুলে
একদা তুমি প্রিয়ে
গেঁথেছ যে রাগিণী
একাকিনী দিনে দিনে
আজিও যায় ব্যেপে
কেঁপে কেঁপে তৃণে তৃণে
গেঁথেছ যে রাগিণী
একাকিনী দিনে দিনে
আজিও যায় ব্যেপে
কেঁপে কেঁপে তৃণে তৃণে
গাঁথিতে যে আঁচলে
ছায়াতলে ফুলমালা
তাহারি পরশন
হরষন সুধা ঢালা
গাঁথিতে যে আঁচলে
ছায়াতলে ফুলমালা
তাহারি পরশন
হরষন সুধা ঢালা
ফাগুন আজও যে রে
খুঁজে ফেরে চাঁপাফুলে
আজি কি সবই ফাঁকি
সে কথা কি গেছ ভুলে
একদা তুমি প্রিয়ে
আমারি তরুমূলে
বসেছ ফুলসাজে
সে কথা যে গেছ ভুলে
একদা তুমি প্রিয়ে





Attention! Feel free to leave feedback.