Susmita Goswami - O Ma Tor Bhubane Jwale Lyrics

Lyrics O Ma Tor Bhubane Jwale - Susmita Goswami




মা, তোর ভুবনে জ্বলে এত আলো
মা, তোর ভুবনে জ্বলে এত আলো
আমি কেন অন্ধ, মাগো
আমি কেন অন্ধ, মাগো, দেখি শুধু কালো
মা, তোর ভুবনে জ্বলে এত আলো
মা, তোর ভুবনে জ্বলে এত আলো
সর্বলোকে শক্তি ফিরিস নাচি
মা, আমি কেন পঙ্গু হয়ে আছি?
মা, সর্বলোকে শক্তি ফিরিস নাচি
মা, আমি কেন পঙ্গু হয়ে আছি?
মা, ছেলে কেন মন্দ হল
ছেলে কেন মন্দ হল
ছেলে কেন মন্দ হল, জননী যার ভালো
মা, তোর ভুবনে জ্বলে এত আলো
মা, তোর ভুবনে জ্বলে এত আলো
তুই নিত্য মহাপ্রসাদ বিলাস কৃপার দুয়ার খুলি
কেন চির-শূন্য রইল, মাগো
চির-শূন্য রইল, মাগো, আমার ভিক্ষা ঝুলি?
বিন্দু বারি পেলাম না, মা, সিন্ধুজলে রয়ে
তোর চোখের কাছে পড়ে আছি চোখের বালি হয়ে
মা, বিন্দু বারি পেলাম না, মা, সিন্ধুজলে রয়ে
তোর চোখের কাছে পড়ে আছি চোখের বালি হয়ে
মোর জীবন্মৃত এই দেহে, মা, চিতার আগুন জ্বালো
মা, তোর ভুবনে জ্বলে এত আলো
মা, তোর ভুবনে জ্বলে এত আলো
আমি কেন অন্ধ, মাগো
আমি কেন অন্ধ, মাগো, দেখি শুধু কালো
মা, তোর ভুবনে জ্বলে এত আলো
মা, তোর ভুবনে জ্বলে এত আলো



Writer(s): Kamal Dasgupta, Kazi Nazrul Islam


Attention! Feel free to leave feedback.