Tahsan - Buro Shalik Lyrics

Lyrics Buro Shalik - Tahsan



ভোরের সুর জ্বালো,
তোমাকে দিয়ে আমি,
সন্ধ্যায় ডুবে যাবো, আমি সেই সুতো হবো।
মেঘ হয়ে ছায়া তোমার দিয়ে আমি,
চুপচাপ ঝড়ে যাবো, আমি সেই সুতো হবো।
উপমা হয়ে রবো আমি,
রক্ত মাংসে মৃত।।
ঘোড়া হয়ে আজ আকাশে ওড়াবো,
বেলা শেষে সাগর হয়ে তোমায় ভেজাবো।
চাঁদর হয়ে শেষ রাতে ঘুম ভাঙাবো,
চায়ের কাপ হয়ে ভোর বেলা, হাতটা ছুঁয়ে নেবো।
সাদা কালো জীবনে তুমি আজ, রঙ খুঁজে পাবে
এই বুড়ো শালিকের ঢং দেখে,
হাসতে হাসতে কুঁজো হবে।
সারে তিন হাত ডাকছে বলে,
জলদি করো না।
পাখি তুমি সুতো আমি চলো, গল্প করিনা!
সাদা কালো জীবনে তুমি আজ, রঙ খুঁজে পাবে।
এই বুড়ো শালিকের ঢং দেখে,
হাসতে হাসতে কুঁজো হবে।
সারে তিন হাত ডাকছে বলে,
জলদি করো না।
পাখি তুমি সুতো আমি চলো, গল্প করিনা!!
ভোরের সুর জ্বালো,
তোমাকে দিয়ে আমি.
সন্ধ্যায় ডুবে যাবো, আমি সেই সুতো হবো।
মেঘ হয়ে ছায়া তোমার, দিয়ে আমি
চুপচাপ ঝড়ে যাবো, আমি সেই সুতো হবো
উপমা হয়ে রবো আমি, রক্ত মাংসে মৃত।।
মুকুট হয়ে মহারানী তোমায়, আজ সাজাবো।
ফুল হয়ে তোমার খোপায়,
আদর করে বসে রবো।।
সাদা কালো জীবনে তুমি আজ রঙ খুঁজে পাবে,
এই বুড়ো শালিকের ঢং দেখে,
হাসতে হাসতে কুঁজো হবে।
সারে তিন হাত ডাকছে বলে,
জলদি করো না।
পাখি তুমি, সুতো আমি চলো, গল্প করিনা!
সাদা কালো জীবনে তুমি আজ রঙ খুঁজে পাবে,
এই বুড়ো শালিকের ঢং দেখে,
হাসতে হাসতে কুঁজো হবে
সারে তিন হাত ডাকছে বলে,
জলদি করো না।
সুতো তুমি, পাখি আমি চলো, গল্প করিনা!!
End



Writer(s): fajbir taj, nahid noman orup, tahsan


Tahsan - Obhiman Amar
Album Obhiman Amar
date of release
28-08-2017




Attention! Feel free to leave feedback.