Tahsan - Jachcho Hariye - translation of the lyrics into French

Lyrics and translation Tahsan - Jachcho Hariye




Jachcho Hariye
Jachcho Hariye
কেন বলো হয় না যেমন চাই
Pourquoi ne dis-tu pas ce que tu veux ?
ফিরে যাওয়া নেয় না মেনে মন
Mon cœur refuse de te laisser partir.
তবু তুমি যাচ্ছো হারিয়ে
Mais tu pars, tu t'égares.
সরে যাচ্ছে আমার পৃথিবীটা এখন...
Mon monde s'effondre maintenant...
তাই কাঁদছি না আমি আর
Alors je ne pleure plus.
হয়তো ভুলে হঠাৎ
Peut-être que j'oublie soudainement.
আড়াল করছি না, কি দরকার
Je ne me cache pas, à quoi bon ?
কেউ দেখছে না আঘাত।
Personne ne voit cette blessure.
তাই কাঁদছি না আমি আর
Alors je ne pleure plus.
হয়তো ভুলে হঠাৎ
Peut-être que j'oublie soudainement.
আড়াল করছি না, কি দরকার
Je ne me cache pas, à quoi bon ?
কেউ দেখছে না আঘাত।
Personne ne voit cette blessure.
আবার তোমার মায়ায় দিচ্ছি ডুব
Je replonge dans ton amour.
তোমার সাথেই অভিমান করে তাই
C'est avec toi que je fais des caprices.
ব্যবধান আঁকতে চাইছো যখন
Quand tu veux créer de la distance,
তখন তোমায় বেশি পেয়ে যাই।
C'est alors que je te sens plus présent.
তাই ভাবছি না আমি আর
Alors je ne pense plus.
চমকে উঠি হঠাৎ
Je sursaute soudainement.
দেয়াল জুড়ে ছায়াটা কার
L'ombre sur le mur, à qui est-elle ?
আবারও কি দেখছি তোমায়।
Te vois-je encore ?
তাই ভাবছি না আমি আর
Alors je ne pense plus.
চমকে উঠি হঠাৎ
Je sursaute soudainement.
দেয়াল জুড়ে ছায়াটা কার
L'ombre sur le mur, à qui est-elle ?
আবারও কি দেখছি তোমায়।
Te vois-je encore ?
জানি দুচোখ বেয়ে তোমার
Je sais que tes yeux,
নরম নদীর বয়ে চলা
Comme une rivière douce qui coule,
একলা ভীষণ একলা তুমি
Tu es si seul, si seul.
তবু যায় না কিছু বলা, বলা।
Mais tu ne dis rien, rien.
তাই ভাবছি না আমি আর
Alors je ne pense plus.
চমকে উঠি হঠাৎ
Je sursaute soudainement.
দেয়াল জুড়ে ছায়াটা কার
L'ombre sur le mur, à qui est-elle ?
আবারও কি দেখছি তোমায়।
Te vois-je encore ?
তাই কাঁদছি না আমি আর
Alors je ne pleure plus.
হয়তো ভুলে হঠাৎ
Peut-être que j'oublie soudainement.
আড়াল করছি না, কি দরকার
Je ne me cache pas, à quoi bon ?
কেউ দেখছে না আঘাত।
Personne ne voit cette blessure.





Writer(s): Anwar Hossain Ador


Attention! Feel free to leave feedback.