Lyrics Jachcho Hariye - Tahsan
কেন
বলো
হয়
না
যেমন
চাই
ফিরে
যাওয়া
নেয়
না
মেনে
মন
তবু
তুমি
যাচ্ছো
হারিয়ে
সরে
যাচ্ছে
আমার
পৃথিবীটা
এখন...
তাই
কাঁদছি
না
আমি
আর
হয়তো
ভুলে
হঠাৎ
আড়াল
করছি
না,
কি
দরকার
কেউ
দেখছে
না
এ
আঘাত।
তাই
কাঁদছি
না
আমি
আর
হয়তো
ভুলে
হঠাৎ
আড়াল
করছি
না,
কি
দরকার
কেউ
দেখছে
না
এ
আঘাত।
আবার
তোমার
মায়ায়
দিচ্ছি
ডুব
তোমার
সাথেই
অভিমান
করে
তাই
ব্যবধান
আঁকতে
চাইছো
যখন
তখন
তোমায়
বেশি
পেয়ে
যাই।
তাই
ভাবছি
না
আমি
আর
চমকে
উঠি
হঠাৎ
দেয়াল
জুড়ে
ছায়াটা
কার
আবারও
কি
দেখছি
তোমায়।
তাই
ভাবছি
না
আমি
আর
চমকে
উঠি
হঠাৎ
দেয়াল
জুড়ে
ছায়াটা
কার
আবারও
কি
দেখছি
তোমায়।
জানি
দুচোখ
বেয়ে
তোমার
নরম
নদীর
বয়ে
চলা
একলা
ভীষণ
একলা
তুমি
তবু
যায়
না
কিছু
বলা,
বলা।
তাই
ভাবছি
না
আমি
আর
চমকে
উঠি
হঠাৎ
দেয়াল
জুড়ে
ছায়াটা
কার
আবারও
কি
দেখছি
তোমায়।
তাই
কাঁদছি
না
আমি
আর
হয়তো
ভুলে
হঠাৎ
আড়াল
করছি
না,
কি
দরকার
কেউ
দেখছে
না
এ
আঘাত।
Attention! Feel free to leave feedback.