Tahsan - Onubhuti Lyrics

Lyrics Onubhuti - Tahsan



অনুভূতিগুলোকে ভাষায় ফেলতে চাই
যেন বুঝতে পারো আমায়
দুর্বোধ্য হবার নেই যে সময়,
তবুও সব বিমূর্ত হয়ে যায়...
হয়ে যায়...
হয়ে যায়...
হয়ে যায়...
বুঝতে তুমি চাও নি হৃদয় আমার
একাকী অস্থিরতায়
হয়তোবা ভুলগুলো আমার ছিল
লুকোনো অনুভূতির ভাষায়...
বুঝতে তুমি চাও নি হৃদয় আমার
একাকী অস্থিরতায়
হয়তোবা ভুলগুলো আমার ছিল
লুকোনো অনুভূতির ভাষায়...
যেন বুঝতে পারো আমায়
যেন বুঝতে পারো আমায়
অনুভূতিগুলোকে ভাষায় ফেলতে চাই
যেন বুঝতে পারো আমায়
বর্ণ খুঁজি আমি বর্ণ খুঁজি
খুঁজতে চাই তোমায় এই কুয়াশায়
আগলে রাখা বর্ণগুলো তোমার
ঘন কুয়াশায় মিলিয়ে যায়
যেন বুঝতে পারো আমায়
যেন বুঝতে পারো আমায়
বুঝতে তুমি চাও নি হৃদয় আমার
একাকী অস্থিরতায়
হয়তোবা ভুলগুলো আমার ছিল
লুকোনো অনুভূতির ভাষায়...
বুঝতে তুমি চাও নি হৃদয় আমার
একাকী অস্থিরতায়
হয়তোবা ভুলগুলো আমার ছিল
লুকোনো অনুভূতির ভাষায়...
বুঝতে তুমি চাও নি হৃদয় আমার
একাকী অস্থিরতায়
হয়তোবা ভুলগুলো আমার ছিল
লুকোনো অনুভূতির ভাষায়...
যেন বুঝতে পারো আমায়
যেন বুঝতে পারো আমায়




Tahsan - Compilation




Attention! Feel free to leave feedback.