Tahsan - Opekkhar Upekkha Lyrics

Lyrics Opekkhar Upekkha - Tahsan



সে আর এক জীবনে তোমায় নিয়ে কত প্রশ্ন ছিল
যা জানবার ছিলো তার এক উত্তর জেনে তোমায় পূজেছিলাম
আজ আমি তোমায় ছাড়া নিঃস্ব সব নিয়ে
যা চেয়েছিলাম সব দিয়েছো, নেই তুমি আজ আমাতে
তাই ফিরে চাই আমি তোমাকে
আপন করে নাও তুমি আবার আমাকে
আজ অপেক্ষার শেষ দিনের তোমায় দেখবো বলে
অন্ধ আমি আর থাকবো না বিশ্বাসী তোমায় বুঝে
প্রার্থনা, তুমি আমার আজও বুঝলে না
আর্তনাদ, আজও আমার তোমায় পাবার
তাই ফিরে এলাম আমি তোমার কাছে
আজ এক করে আমায় তোমাতে
তাই ফিরে এলাম আমি তোমার কাছে
আজ এক করে আমায় তোমাতে




Tahsan - Compilation




Attention! Feel free to leave feedback.