Tahsan - Shamprodaik Lyrics

Lyrics Shamprodaik - Tahsan



জীবনের বাস্তবতায় অযাচিত পরনিন্দা
বড় কঠিন সত্য!
যাপিত জীবনে ক্লান্ত মানুষগুলো বিনোদনে মত্ত!!
জীবনের বাস্তবতায় অযাচিত পরনিন্দা
বড় কঠিন সত্য!
যাপিত জীবনে ক্লান্ত মানুষগুলো বিনোদনে মত্ত!!
রাজ্যের যত ক্ষোভ প্রজ্বলিত করুক সব সৃষ্টিকে,
সৃষ্টি ছড়িয়ে দিক সীমাহীন স্বপ্নে,
স্বপ্নময়তায় ডুবে থাকুক প্রতিটা মানুষ,
জাগতিক তুচ্ছতারা পড়ে থাকুক অবহেলায়!
জীবনের বাস্তবতায় অযাচিত পরনিন্দা
বড় কঠিন সত্য!
যাপিত জীবনে ক্লান্ত মানুষগুলো বিনোদনে মত্ত!!
জীবনের বাস্তবতায় অযাচিত পরনিন্দা
বড় কঠিন সত্য!
যাপিত জীবনে ক্লান্ত মানুষগুলো বিনোদনে মত্ত!!
রাজ্যের যত ক্ষোভ প্রজ্বলিত করুক সব সৃষ্টিকে,
সৃষ্টি ছড়িয়ে দিক সীমাহীন স্বপ্নে,
স্বপ্নময়তায় ডুবে থাকুক প্রতিটা মানুষ,
জাগতিক তুচ্ছতারা পড়ে থাকুক অবহেলায়!





Attention! Feel free to leave feedback.