Timir Biswas - Tumi Alor Kachhei Jeo Lyrics

Lyrics Tumi Alor Kachhei Jeo - Timir Biswas




তুমি আলোর কাছেই যেও
আমি না হয় মিথ্যে হলাম
তুমি আলোর কাছেই যেও
আমি না হয় মিথ্যে হলাম
না হয় জলের রোদ হয়ে
না হয় তোমার ছায়া ছুঁলাম
তুমি আলোর কাছেই যেও
তুমি আলোর কাছেই যেও
তবু নদীর সুরেই গেও
আমি তো সেই অন্ধপথের
তবু নদীর সুরেই গেও
আমি তো সেই অন্ধপথের
বাঁক এর পরে জটিল বাঁকের
কাগজের এক গ্রাম
তুমি বৃষ্টি হয়েই ঝোরো
আমি না হয় শুকনো পাতা
না হয় জলের অক্ষরে
না হয় ছেঁড়া চিঠি হলাম
তুমি আকাশ জুড়েই উড়ো
আমি তো এক নগর কবি
জানলা দিয়ে ভাবছি ছবি
যা গেছে তা গেছে সবই
তুমি আলোর কাছেই যেও
তুমি আলোর কাছেই যেও



Writer(s): Sumit Bandyopadhyay


Attention! Feel free to leave feedback.