Usha Mangeshkar - Kabe Tumi Aasbe Bole - translation of the lyrics into Russian

Lyrics and translation Usha Mangeshkar - Kabe Tumi Aasbe Bole




কবে তুমি আসবে বলে
কবে তুমি আসবে বলে
রইব না বসে আমি চলব
রইব না বসে আমি চলব
আমি চলব বাহিরে
আমি চলব বাহিরে
শুকনো ফুলের পাতা
শুকনো ফুলের পাতা
দোলে পড়তেছে খসে
দোলে পড়তেছে খসে
আর সময় নাহি রে
আর সময় নাহি রে
বাতাস দিল দোল দিল দোল
বাতাস দিল দোল দিল দোল
তুই হাতের বাধন খোল
তুই হাতের বাধন খোল
তুই খোল
তুই খোল
মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহিরে
মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহিরে
আর সময় নাহি রে
আর সময় নাহি রে
আর সময় নাহি রে
আর সময় নাহি রে
কবে তুমি আসবে বলে
কবে তুমি আসবে বলে
আজ শুক্লা একাদশী
আজ শুক্লা একাদশী
আরো নিদ্রাহারা শশী
আরো নিদ্রাহারা শশী
স্বপ্ন পারাপারের খেয়া
স্বপ্ন পারাপারের খেয়া
একলা চলাই বসি
একলা চলাই বসি
সে একলা চলাই বসি
সে একলা চলাই বসি
তোর পথ জানা নাই নাইবা জানা নাই
তোর পথ জানা নাই নাইবা জানা নাই
তোর নাই মানা নাই
তোর নাই মানা নাই
মনের মানা নাই
মনের মানা নাই
সবার সাথে চলবি রাতে সঙ্গে চাহি রে
সবার সাথে চলবি রাতে সঙ্গে চাহি রে
আর সময় নাহি রে
আর সময় নাহি রে
আর সময় নাহি রে
আর সময় নাহি রে
কবে তুমি আসবে বলে
কবে তুমি আসবে বলে





Writer(s): MUKHERJEE MANAS, MANAS MUKHERJEE


Attention! Feel free to leave feedback.