Asha Bhosle - Je Gaan Tomay Ami Lyrics

Lyrics Je Gaan Tomay Ami - Asha Bhosle




যে গান তোমায় আমি
শোনাতে চেয়েছি বারে বার
ওগো যে গান তোমায় আমি
শোনাতে চেয়েছি বারে বার
সে যেন গো সাথী হারা
বিরহী প্রহর হাহাকার
যে গান তোমায় আমি
শোনাতে চেয়েছি বারে বার
তুমিতো বোঝনি ওগো
কেন কাঁদায়
বোঝনি জীবনে মোর কত যে বাধা
তুমিতো বোঝনি ওগো
কেন কাঁদায়
বোঝনি জীবনে মোর কত যে বাধা
আলো মোর বারে বার
ছায়ার কাছে যে মানে হার
যে গান তোমায় আমি
শোনাতে চেয়েছি বারে বার
শেষ করে দিতে চাই এই কথাটা
হাসির আড়ালে আর
যায় না মনের ব্যথা ঢাকা
শেষ করে দিতে চাই এই কথাটা
হাসির আড়ালে আর
যায় না মনের ব্যথা ঢাকা
কাঁটা হতে চাইনি গো তোমার পথে
ভালোবেসে গেছি তাই আড়াল হতে
কাঁটা হতে চাইনি গো তোমার পথে
ভালোবেসে গেছি তাই আড়াল হতে
দাও আজ কাছে থেকে
ভালোবাসিবার অধিকার
যে গান তোমায় আমি
শোনাতে চেয়েছি বারে বার
সে যেন গো সাথী হারা
বিরহী প্রহর হাহাকার
যে গান তোমায় আমি
শোনাতে চেয়েছি বারে বার



Writer(s): MANNA DEY, ANANDA MUKHERJEE, MUKHERJEE ANANDA


Attention! Feel free to leave feedback.