paroles de chanson Kolkata - From "Praktan" - Shreya Ghoshal , Anupam Roy
শহর
জুড়ে
যেন
প্রেমের
মরসুম
আলোতে
মাখামাখি
আমার
এ
গ্রীনরুম
কখনও
নেমে
আসে
অচেনা
প্যারাসুট
তোমাকে
ভালোবেসে
আমার
এ
চিরকুট
শহর
জুড়ে
যেন
প্রেমের
মরসুম
আলোতে
মাখামাখি
আমার
এ
গ্রীনরুম
কখনও
নেমে
আসে
অচেনা
প্যারাসুট
তোমাকে
ভালোবেসে
আমার
এ
চিরকুট
কলকাতা,
তুমিও
হেঁটে
দেখো
কলকাতা,
তুমিও
ভেবে
দেখো
কলকাতা,
তুমিও
হেঁটে
দেখো
কলকাতা,
তুমিও
ভেবে
দেখো
যাবে
কি
না
যাবে
আমার
সাথে
ঘুম
ভাঙে
Esplanade
খোলা
ভাঙে
চীনেবাদাম
ঘুম
ভাঙে
Esplanade
খোলা
ভাঙে
চীনেবাদাম
চেনা
কোনো
ঘাসের
দাগ
শুয়ে
থাকা
কি
আরাম!
শহর
জুড়ে
যেন
প্রেমের
মরসুম
আলোতে
মাখামাখি
আমার
এ
গ্রীনরুম
কখনও
নেমে
আসে
অচেনা
প্যারাসুট
তোমাকে
ভালোবেসে
আমার
এ
চিরকুট
কলকাতা,
তুমিও
হেঁটে
দেখো
কলকাতা,
তুমিও
ভেবে
দেখো
কলকাতা,
তুমিও
হেঁটে
দেখো
কলকাতা,
তুমিও
ভেবে
দেখো
যাবে
কি
না
যাবে
আমার
সাথে
খুঁজে
দিতে
না
পারলে
আড়ি
আমার
ব্যোমকেশ
বক্সীর
বাড়ি
খুঁজে
দিতে
না
পারলে
আড়ি
আমার
ব্যোমকেশ
বক্সীর
বাড়ি
তবেই
তোমার
কথা
কলকাতা
কলকাতা
সব
কিছু
মেনে
নিতে
পারি
কেন
এ
অসম্ভবে,
ডেকে
আনো
আমাকে
ছুঁয়ে
থাকো
হাতটাকে,
কবিতার
ছাদটাকে
কলকাতা,
তুমিও
হেঁটে
দেখো
কলকাতা,
তুমিও
ভেবে
দেখো
কলকাতা,
তুমিও
হেঁটে
দেখো
কলকাতা,
তুমিও
ভেবে
দেখো
কলকাতা,
তুমিও
হেঁটে
দেখো
কলকাতা,
তুমিও
ভেবে
দেখো
যাবে
কি
না
যাবে
আমার
সাথে
Attention! N'hésitez pas à laisser des commentaires.