paroles de chanson Bishonno Chimney - Anupam Roy
কোনো
শেষ
রাতের
অভিমান
ঘুম
কেড়ে
নেওয়া
গান
শুনিয়ে
যায়
আবার
সে
আমায়
আমি
শূণ্যে
হাত
বাড়াই
ধূসরে
ছুটে
যাই
ঝরা
পাতার
ডাকে
আমি
ঘর
ছাড়া
কি
তাই?
কোনো
শেষ
রাতের
অভিমান
ঘুম
কেড়ে
নেওয়া
গান
শুনিয়ে
যায়
আবার
সে
আমায়
আমি
শূণ্যে
হাত
বাড়াই
ধূসরে
ছুটে
যাই
ঝরা
পাতার
ডাকে
আমি
ঘর
ছাড়া
কি
তাই?
এখন
কোথায়
যাবো,
বলো
তাকে
কোথায়
পাবো,
বলো
এখন
কোথায়
যাবো,
বলো
তাকে
কোথায়
পাবো,
বলো
সে
কি
রাজধানী
পাল্টে
ফেলেছে?
আর
কেউ
নেই
দাঁড়িয়ে
জানলায়
এই
আকাশ
ক্রমশ
ঢেকেছে
বিষণ্ণ
চিমনির
ধোঁয়ায়
বিষণ্ণ
চিমনির
ধোঁয়ায়
বিষণ্ণ
চিমনির
ধোঁয়ায়
এই
রোদ
পোড়া
দেশে
এলাম
অবশেষে
আমি
ঘূর্ণিঝড়ের
চোখ
খুঁজে
পাই
আমি
পাটিতে
হাঁটি
যাতে
না
কাঁপে
মাটি
তবু
চোখ
খুলেছি
যেই
আমি
অন্ধ
হয়ে
যাই
এখন
কোথায়
যাবো,
বলো
তাকে
কোথায়
পাবো,
বলো
এখন
কোথায়
যাবো,
বলো
তাকে
কোথায়
পাবো,
বলো
সে
কি
রাজধানী
পাল্টে
ফেলেছে?
আর
কেউ
নেই
দাঁড়িয়ে
জানলায়
এ
আকাশ
ক্রমশ
ঢেকেছে
বিষণ্ণ
চিমনির
ধোঁয়ায়
বিষণ্ণ
চিমনির
ধোঁয়ায়
বিষণ্ণ
চিমনির
ধোঁয়ায়
বিষণ্ণ
চিমনির
ধোঁয়ায়
বিষণ্ণ
চিমনির
ধোঁয়ায়
Attention! N'hésitez pas à laisser des commentaires.