Anupam Roy - Thak Pashe Priyotoma (Happy Pill) paroles de chanson

paroles de chanson Thak Pashe Priyotoma (Happy Pill) - Anupam Roy



বিষন্ন সব ব্যালকনি
নীলচে আলোয় নিরুত্তাপ
রহস্যময় রাজধানী
জোনাকিদের মন খারাপ.
কিছু মায়া হাঁটে পিছুটানে
কাঁপে কত ছায়া অভিমানে
তাই একরত্তি গল্প
আজ হোক সত্যি অল্প
অভিযোগ সব থাক জমা.
তাই যাক কেটে দিনটা
আর যাক মুছে চিন্তা
আজ থাক পাশে প্রিয়তমা
বসন্ত আজ ঢাকছে মুখ
উটকো ধোঁয়ার উৎপাতে
স্বপ্ন কিনলে এক চুমুক
রাত কেটে যায় ফুটপাতে.
সাদা-কালো চোখে কাঁদা-হাসা
এক ছেড়ে থাকে ভালোবাসা.
তাই একরত্তি গল্প
আজ হোক সত্যি অল্প
অভিযোগ সব থাক জমা.
তাই যাক কেটে দিনটা
আর যাক মুছে চিন্তা
আজ থাক পাশে প্রিয়তমা




Anupam Roy - Happy Pill (Original Motion Picture Soundtrack)




Attention! N'hésitez pas à laisser des commentaires.