paroles de chanson Amar Ja Kichu Kotha - Anwesha
আমার
যা
কিছু
কথা
সূরে
শোনাতে
এলাম
তোমাদের
কাছে
এসে
সবই
সজিয়ে
দিলাম
আমার
যা
কিছু
কথা
সূরে
শোনাতে
এলাম
তোমাদের
কাছে
এসে
সবই
সাজিয়ে
দিলাম
আমার
যা
কিছু
কথা...
গানে
গানে
অভিমানে
বলেছি
আনেক
জমা
কথা
কাছে
এসে
ভালোবেসে
দেখেছি
লুকিয়ে
রাখা
বেথা
গানে
গানে
অভিমানে
বলেছি
আনেক
জমা
কথা
কাছে
এসে
ভালোবেসে
দেখেছি
লুকিয়ে
রাখা
বেথা
আমার
যা
কিছু
আলো
ছড়িয়ে
দিতে
এলাম
তোমাদের
সাথে
মিশে
জীবনে
সবই
যে
পেলাম
আমার
যা
কিছু
কথা
তুমি
ছিলে,
প্রভু
আছো
সবারই
হৃদয়
বালুচরে
তবু
কেনো,
ফুল
গুলো
এমনই
হঠাৎ
ঝরে
পড়ে
তুমি
ছিলে,
প্রভু
আছো
সবারই
হৃদয়
বালুচরে
তবু
কেনো,
ফুল
গুলো
এমনই
হঠাৎ
ঝরে
পড়ে
তোমার
করূণা
ধারায়
সবাই
বাঁচতে
এলাম
তুমি
আছো
তাই
প্রভু
নতুন
জীবন
পেলাম
আমার
যা
কিছু
কথা
![Anwesha - Amar Aponjon (Original Motion Picture Soundtrack)](https://pic.Lyrhub.com/img/f/t/p/w/mpNomOwpTf.jpg)
Attention! N'hésitez pas à laisser des commentaires.