Anwesshaa - Biddhrohini - Male Version paroles de chanson

paroles de chanson Biddhrohini - Male Version - Anwesshaa



রাত্রি যখন দিনকে গ্রাস করে
সত্য তখন একলা গুমরে মরে
এক নতুন ভোর হয়ে এলো সে প্রতিবাদ
বুকে দাবানল নিয়েও সে লড়বে একা, লড়বে জানি
বিদ্রোহিণী, বিদ্রোহিণী, বিদ্রোহিণী
আলোর ভাষা বোঝে না অন্ধকার
মিথ্যে আশা জেনেও সে মানেনি হার
পাপের জরা থেকে মুক্ত সে এক পৃথিবী
ভালোবাসা দিয়ে গড়ে তুলবে আর কেউ নয়, সে একজনই
বিদ্রোহিণী, বিদ্রোহিণী, বিদ্রোহিণী
রাত্রি যখন দিনকে গ্রাস করে
সত্য তখন একলা গুমরে মরে
এক নতুন ভোর হয়ে এলো সে প্রতিবাদ
বুকে দাবানল নিয়েও সে লড়বে একা, লড়বে জানি
বিদ্রোহিণী, বিদ্রোহিণী, বিদ্রোহিণী



Writer(s): Anwesshaa


Anwesshaa - Biddhrohini (Original Motion Picture Soundtrack) - EP



Attention! N'hésitez pas à laisser des commentaires.