Aritra Banerjee - Dekhechi Rupsagore paroles de chanson

paroles de chanson Dekhechi Rupsagore - Aritra Banerjee



দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলে ধরা দেয়না
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলে ধরা দেয়না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে
সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না
সে যে আমার আমার আমার বলে
আমার হয়ে আর হলো না
সে যে আমার আমার আমার বলে
আমার হয়ে আর হলো না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
বহুদিন ভাবতরঙ্গে
ভেসেছি কতই রঙ্গে
বহুদিন ভাবতরঙ্গে
ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হলো দেখাশোনা
এখন বলে বলুক লোকে মন্দ
বিরহে প্রাণ আর বাঁচে না
এখন বলে বলুক লোকে মন্দ
বিরহে প্রাণ আর বাঁচে না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে
বিরলে বসে করো যোগসাধনা
একবার ধরতে পারলে মনের মানুষ
চলে যেতে আর দিওনা
একবার ধরতে পারলে মনের মানুষ
চলে যেতে আর দিওনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলে ধরা দেয়না
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলে ধরা দেয়না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা



Writer(s): Nabani Das


Aritra Banerjee - Dekhechi Rupsagore
Album Dekhechi Rupsagore
date de sortie
02-05-2021



Attention! N'hésitez pas à laisser des commentaires.