Arnob - Amar Din Furalo paroles de chanson

paroles de chanson Amar Din Furalo - Arnob



আমার দিন ফুরালো
ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো
ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো
গহন মেঘের নিবিড় ধারার মাঝে
আমার দিন ফুরালো
ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো
বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পূরে
ক্ষণে ক্ষণে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে
আমার দিন ফুরালো
ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.