Arnob - Chalak Tumi - traduction des paroles en russe

Paroles et traduction Arnob - Chalak Tumi




চালাক তুমি ছল করে তাই
চালাক তুমি ছল করে তাই
দিচ্ছো ফাঁকি আমায়
দিচ্ছো ফাঁকি আমায়
আমার মধ্যে আটকে আমি
আমার মধ্যে আটকে আমি
যাচ্ছে চলে সময়
যাচ্ছে চলে সময়
হুড়মুড়িয়ে সব কিসের তাড়ায়
হুড়মুড়িয়ে সব কিসের তাড়ায়
মরছি ছুটে সবাই
মরছি ছুটে সবাই
ভিড়ছি দলে ভাবছিনাতো
ভিড়ছি দলে ভাবছিনাতো
তোমার কাছে কি চাই?
তোমার কাছে কি চাই?
চালাক তুমি ছল করে তাই
চালাক তুমি ছল করে তাই
দিচ্ছো ফাঁকি আমায়
দিচ্ছো ফাঁকি আমায়
আমার মধ্যে আটকে আমি
আমার মধ্যে আটকে আমি
যাচ্ছে চলে সময়
যাচ্ছে চলে সময়
ছাই হয়েছে ভাবনা অনেক
ছাই হয়েছে ভাবনা অনেক
মন দিতে চায় পাড়ি
মন দিতে চায় পাড়ি
দূরেই দূরে থাকো তুমি
দূরেই দূরে থাকো তুমি
তোমার সাথে আড়ি
তোমার সাথে আড়ি
ছাই হয়েছে ভাবনা অনেক
ছাই হয়েছে ভাবনা অনেক
মন দিতে চায় পাড়ি
মন দিতে চায় পাড়ি
দূরেই দূরে থাকো তুমি
দূরেই দূরে থাকো তুমি
তোমার সাথে আড়ি
তোমার সাথে আড়ি
বাড়ি গাড়ি ব্যস্ত শহর
বাড়ি গাড়ি ব্যস্ত শহর
কলের মধ্যে কল
কলের মধ্যে কল
ধ্রুবতারা মোর করলো চুরি
ধ্রুবতারা মোর করলো চুরি
ওই কালো ধোঁয়ার দল।
ওই কালো ধোঁয়ার দল।
ছল করে তাই হচ্ছো বোকা
ছল করে তাই হচ্ছো বোকা
থাকছো একা একা
থাকছো একা একা
অনেক কথায় রইলো জমে
অনেক কথায় রইলো জমে
বলবো হলে দেখা।
বলবো হলে দেখা।
ছল করে তাই হচ্ছো বোকা
ছল করে তাই হচ্ছো বোকা
থাকছো একা একা
থাকছো একা একা
অনেক কথায় রইলো জমে
অনেক কথায় রইলো জমে
বলবো হলে দেখা।
বলবো হলে দেখা।
দা দারা দারা রা দা
দা দারা দারা রা দা
দা দারা দারা রা দা
দা দারা দারা রা দা






Attention! N'hésitez pas à laisser des commentaires.