paroles de chanson Shomoy Kate - Arnob
সময়
কাটে
বড়
স্তব্ধ
আক্রোশে
ঘুমেরই
নির্ঘুম
এ
ক্ষণ
শালিক
বাসা
খোঁজে
হারানো
নীল
দেশে
না
জেনে
ফেরারী
এ
মন
পিচ
গলা
তরলে
আটকে
পা
দুঃস্বপ্ন
অন্ধ
দুই
চোখে
অসতর্ক
হৃদয়
পোষ
মানে
মিথ্যে
বলার
আফশোসে।
পিচ
গলা
তরলে
আটকে
পা
দুঃস্বপ্ন
অন্ধ
দুই
চোখে
অসতর্ক
হৃদয়
পোষ
মানে
মিথ্যে
বলার
আফশোসে।
সকালে
বিকালে
উঠে
রোজ
অকালে
গোলে
মালে
ফাঁক
তালে
বাসে
ঝুলে
বেহালে
আজ
নেই,
কাল
নেই
মাল
নেই
ঘুরে
ঘুরে
গাল
দেই
আকাশে
বাতাসে
মুখখানা
ফ্যাকাশে
তাই
বুঝি
একা
সে
মনে
মনে
ভাবে
সে
সকালে
বিকালে
অকালে
তালে
তালে
বাসে
ঝুলে
বেহালে
ঘুর
ঘুর
ফুর
ফুর
নাকে
হাওয়া
সুর
সুর
লাগিয়ে
বাগিয়ে
লোকজন
রাগিয়ে
টিকাটুলি
বাড্ডায়
অলিগলি
আড্ডায়
বকাবে
ঠকাবে
শুধু
দিয়ে
চা
খাবে
রোজ
রোজ
খোঁজ
খোঁজ
যে
বোঝার
সেই
বোঝ
ডিম
পোচ
সময়
কাটে
বড়
স্তব্ধ
আক্রোশে
ঘুমেরই
নির্ঘুম
এ
ক্ষণ
শালিক
বাসা
খোঁজে
হারানো
নীল
দেশে
না
জেনে
ফেরারী
এ
মন...
সকালে
বিকালে
উঠে
রোজ
অকালে
গোলে
মালে
ফাঁক
তালে
বাসে
ঝুলে
বেহালে
আজ
নেই,
কাল
নেই
মাল
নেই
ঘুরে
ঘুরে
গাল
দেই
আকাশে
বাতাসে
মুখখানা
ফ্যাকাশে
তাই
বুঝি
একা
সে
মনে
মনে
ভাবে
সে
সকালে
বিকালে
অকালে
তালে
তালে
বাসে
ঝুলে
বেহালে
ঘুর
ঘুর
ফুর
ফুর
নাকে
হাওয়া
সুর
সুর
লাগিয়ে
বাগিয়ে
লোকজন
রাগিয়ে
টিকাটুলি
বাড্ডায়
অলিগলি
আড্ডায়
বকাবে
ঠকাবে
শুধু
দিয়ে
চা
খাবে
রোজ
রোজ
খোঁজ
খোঁজ
যে
বোঝার
সেই
বোঝ
ডিম
পোচ
![Arnob - Hok Kolorob](https://pic.Lyrhub.com/img/q/2/9/n/gkvofkn92q.jpg)
1 Hok Kolorob
2 Tor Jonno
3 Prokrito Jol
4 Chalak Tumi
5 Tui Ki Janishna 2
6 Tui Ki Janish Na
7 Bakshe Bakshe
8 Shomoy Kate
9 Muhurto
10 Tomar Jonno
11 Bhalobasha Tar Por
Attention! N'hésitez pas à laisser des commentaires.