Paroles et traduction Arnob - Onek Dur
Добавлять перевод могут только зарегистрированные пользователи.
অনেক
দূর
স্বপ্ন
আমার,
অনেক
দূর
আমার
চাওয়া
My
dreams
are
so
distant,
my
desires
too
far
হাতের
কাছে
তারার
মত,
আমার
করে
তোমায়
পাওয়া
Like
the
stars
close
at
hand,
I
long
to
hold
you
near
তোমায়
পেলে
হয়তো
আবার,
নতুন
গানের
সুরটা
পাবো
If
I
had
you,
perhaps
then,
I'd
find
a
new
melody
অনেক
দূরের
আকাশ
পথে,
তোমায়
নিয়ে
হারিয়ে
যাবো
On
paths
through
distant
skies,
I'd
lose
myself
with
you
হারিয়ে
যাওয়ার
মানেই
হল,
নিজেকে
আবার
খুঁজে
পাওয়া
To
get
lost
means
to
find
oneself
anew
নিজের
জন্য
গান
লিখেছি,
নিজের
জন্য
তোমাকে
চাওয়া
I
wrote
this
song
for
myself,
for
I
desire
you
চাইবে
যেদিন
আমায়
তুমি,
বুঝবে
সেদিন
ভালো
করে
The
day
you
want
me,
you'll
understand
so
well
হাতের
কাছের
তারা
গুলো,
দেখায়
কেনো
এতো
দূরে
Why
the
stars
that
seem
so
close
appear
so
distant
নতুন
একটা
গান
লিখেছি,
বুকের
মধ্যে
পাগলা
সুরে
I've
written
a
new
song,
with
a
melody
that
drives
me
wild
রাতের
আকাশ
তোমার
মতই,
আমিও
যাবো
অনেক
দূরে
The
night
sky
is
like
you,
and
I
too
will
go
far
away
Évaluez la traduction
Seuls les utilisateurs enregistrés peuvent évaluer les traductions.
Writer(s): faruk
Album
Doob
date de sortie
12-11-2008
Attention! N'hésitez pas à laisser des commentaires.