paroles de chanson Onek Dur - Arnob
অনেক
দূর
স্বপ্ন
আমার,
অনেক
দূর
আমার
চাওয়া
হাতের
কাছে
তারার
মত,
আমার
করে
তোমায়
পাওয়া
তোমায়
পেলে
হয়তো
আবার,
নতুন
গানের
সুরটা
পাবো
অনেক
দূরের
আকাশ
পথে,
তোমায়
নিয়ে
হারিয়ে
যাবো
হারিয়ে
যাওয়ার
মানেই
হল,
নিজেকে
আবার
খুঁজে
পাওয়া
নিজের
জন্য
গান
লিখেছি,
নিজের
জন্য
তোমাকে
চাওয়া
চাইবে
যেদিন
আমায়
তুমি,
বুঝবে
সেদিন
ভালো
করে
হাতের
কাছের
তারা
গুলো,
দেখায়
কেনো
এতো
দূরে
নতুন
একটা
গান
লিখেছি,
বুকের
মধ্যে
পাগলা
সুরে
রাতের
আকাশ
তোমার
মতই,
আমিও
যাবো
অনেক
দূরে
![Arnob - Doob](https://pic.Lyrhub.com/img/z/w/g/1/1_ajcw1gwz.jpg)
Attention! N'hésitez pas à laisser des commentaires.