Arnob - Nayan Tomare paroles de chanson

paroles de chanson Nayan Tomare - Arnob



নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছো নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো
স্থির-আঁখি তুমি মরমে সতত
জাগিছ শয়নে স্বপনে
রয়েছো নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
সবাই ছেড়েছে, নাই যার কেহ
তুমি আছো তার আছে তব স্নেহ
নিরাশ্রয় জন, পথ যার গেহ
সেও আছে তব ভবনে
সেও আছে তব ভবনে
তুমি ছাড়া কেহ সাথী নাই আর
সমুখে অনন্ত জীবনবিস্তার
তুমি ছাড়া কেহ সাথী নাই আর
সমুখে অনন্ত জীবনবিস্তার
কালপারাবার করিতেছ পার
কেহ নাহি জানে কেমনে
রয়েছো নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
জানি শুধু তুমি আছো তাই আছি
তুমি প্রাণময় তাই আমি বাঁচি
যত পাই তোমায় আরো তত যাচি
যত জানি তত জানিনে
যত জানি তত জানিনে
জানি আমি তোমায় পাবো নিরন্তর
লোক-লোকান্তরে যুগ-যুগান্তর
জানি আমি তোমায় পাবো নিরন্তর
লোক-লোকান্তরে যুগ-যুগান্তর
তুমি আর আমি মাঝে কেহ নাই
কোনো বাধা নাই ভুবনে
রয়েছো নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছো নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে




Arnob - Doob
Album Doob
date de sortie
08-01-2017




Attention! N'hésitez pas à laisser des commentaires.