Arnob - Dikbidik paroles de chanson

paroles de chanson Dikbidik - Arnob




দিকবিদিক আঁধারঝরা রোদে
এখনো ঘুম, ঘুমকাতুরে ছায়া
অন্ধকার কথার আলো খোঁজে
ক্লান্ত রাতে জোছনামাখা মায়া
দিকবিদিক আঁধারঝরা রোদে
এখনো ঘুম, ঘুমকাতুরে ছায়া
অন্ধকার কথার আলো খোঁজে
ক্লান্ত রাতে জোছনামাখা মায়া
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
একেকটা দিন কাটে তুমুল সুখে
একেকটা দিন ইচ্ছে-কান্না ঘোর
একেকটা রাত আদরছোঁয়া হাতে
আগল দিয়ে রাখে মনের দোর
একেকটা দিন কাটে তুমুল সুখে
একেকটা দিন ইচ্ছে-কান্না ঘোর
একেকটা রাত আদরছোঁয়া হাতে
আগল দিয়ে রাখে মনের দোর
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
কোথাও বুঝি বৃষ্টি হবে খুব
দেওয়াল বেয়ে গুল্মলতা হাসে
পথ ভুলেছে নিবিষ্ট হণ্টক
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে



Writer(s): Shayan Chowdhury Arnob


Attention! N'hésitez pas à laisser des commentaires.