paroles de chanson Aaj Dujane Mando Hole - Asha Bhosle
আজ
দুজনে
মন্দ
হলে
মন্দ
কি
আজ
দুজনে
মন্দ
হলে
মন্দ
কি
দেখো
ময়ূরকন্ঠী
রাত
যে
আলোয়
ঝিলমিলিয়ে
আহা
এমন
রাতে
এসো
না
আজ
ভাব
করি
আজ
দুজনে
মন্দ
হলে
মন্দ
কি।।
আহা
এই
ফাগুনের
বাহার
তো
কাল
থাকবে
না
ও
ভ্রমর
তখন
তুমি
ফুলের
খবর
রাখবে
না
যৌবনেরই
রঙমশাল
জ্বলছে
দেখো
রঙ
মাতাল
সেই
আগুনে,
আজকে
না
হয়
ঝাপ
দিলে
দেখো
ময়ূরকন্ঠী
রাত
যে
আলোয়
ঝিলমিলিয়ে
আহা,
এমন
রাতে
এসো
না
আজ
ভাব
করি
আজ
দুজনে
মন্দ
হলে
মন্দ
কি।।
যদি,
তোমার
চোখে
আমার
চোখের
রঙ
লাগে
আর
একটু
ছোঁয়ায়
রক্তে
যদি
ঢেউ
জাগে
দোহাই
বলো
দোষটা
কি
মনকে
কেন
দাও
ফাঁকি
ও
মৌমাছি
একটু
না
হয়
আজকে
তুমি
মৌ
নিলে
দেখো,
ময়ূরকন্ঠী
রাত
যে
আলোয়
ঝিলমিলিয়ে
আহা,
এমন
রাতে
এসো
না
আজ
ভাব
করি
আজ
দুজনে
মন্দ
হলে
মন্দ
কি
আজ
দুজনে
মন্দ
হলে
মন্দ
কি।।
Attention! N'hésitez pas à laisser des commentaires.