Asha Bhosle feat. R. D. Burman - Phire Elam paroles de chanson

paroles de chanson Phire Elam - R. D. Burman , Asha Bhosle




ফিরে এলাম দূরে গিয়ে
আমি তোমার অনুরাধা
ডেকো তুমি মোনালিসা
ভেঙে দিলাম সব বাধা
ও, তুমি কেমন ছিলে বলো
আঁখি কেন ছলোছলো?
ফিরে এলে, আর কী চাই?
আর যেন বলো না "যাই"
ওগো আমার অনুরাধা
ফিরে এলাম দূরে গিয়ে
আমি তোমার অনুরাধা
ডেকো তুমি মোনালিসা
ভেঙে দিলাম সব বাধা
ও, যা কিছু আমার, সবই তোমায় দিলাম
তোমায় আপন করে নিলাম
কথা দাও, ছেড়ে যাবে না মোরে
রাখবো বেঁধে বাহুডোরে
ওগো আমার অনুরাধা



Writer(s): R D Burman, Swapan Chakraborty



Attention! N'hésitez pas à laisser des commentaires.