paroles de chanson Oi Dure Sudure - LoFi - Babul Supriyo feat. DJ Rik & Dj Jits
ওই
দূরে
সুদূরে
ওই
দূরে
সুদূরে,
ওই
নীলে
বাজে
গান
সেই
গান
তোমারই
সুরে
সুরে
বাঁধা
সে
সুর
ভরায়
প্রাণ
ওই
দূরে
সুদূরে,
ওই
নীলে
বাজে
গান
সেই
গান
তোমারই
সুরে
সুরে
বাঁধা
সে
সুর
ভরায়
প্রাণ
ছন্দ
দিলে
ভরে
তুমি
আমার
এ
জীবনে
ছন্দ
দিলে
ভরে
তুমি
আমার
এ
জীবনে
দ্বন্দ্ব
ছিল
যত,
গেল
মুছে
মন-গহনে
গান,
শুধু
গান
গেয়েই
চলি,
ভালোবাসার
গান
সেই
গান
তোমারই
সুরে
সুরে
বাঁধা
সে
সুর
ভরায়
প্রাণ
ওই
দূরে
সুদূরে,
ওই
নীলে
বাজে
গান
সেই
গান
তোমারই
সুরে
সুরে
বাঁধা
সে
সুর
ভরায়
প্রাণ
এই
মন
শুধু
জাগে
অনুরাগে
সকাল-সাঁঝে
এই
মন
শুধু
জাগে
অনুরাগে
সকাল-সাঁঝে
তুমি,
শুধু
তুমি
ডাকো
আমায়
হৃদয়-মাঝে
জাগে
শ্রাবণ
তোমার
গানে,
জাগে
আমার
প্রাণ
সেই
গান
তোমারই
সুরে
সুরে
বাঁধা
সে
সুর
ভরায়
প্রাণ
ওই
দূরে
সুদূরে
ওই
নীলে
বাজে
গান
সেই
গান
তোমারই
সুরে
সুরে
বাঁধা
সে
সুর
ভরায়
প্রাণ
Attention! N'hésitez pas à laisser des commentaires.