Balam - Chokher Arale paroles de chanson

paroles de chanson Chokher Arale - Balam




চোখের আড়ালে,
স্বপ্নে জরালে।
সাজাও তুমি,
মনের আচলে।
অজানা নির্জনে,
সময়ের আলাপনে
তুমি আমি দুজন দুজনে...
চোখের আড়ালে,
স্বপ্নে জড়ালে।
সাজাও তুমি,
মনের আচলে।
কথা সীরিতে নামে সুখের কল্পপরী গোধুলির নীলে নীরবে লুকোচুরি (২)
অজানা নির্জনে,
সময়ের আলাপনে,
তুমি আমি দুজন দুজনে...
আমার কল্পনা ঘিরেছে শুন্যতা, যাও ছবি মুছে দিয়ে দিবে কি পুর্নতা (২)
অজানা নির্জনে,
সময়ের আলাপনে।
তুমি আমই দুজন দুজনে...
চোখের আড়ালে,
স্বপ্নে জরালে।
সাজাও তুমি,
মনের আচলে।





Attention! N'hésitez pas à laisser des commentaires.