paroles de chanson Bhalobasa - Bratati Bandyopadhyay
আমি
যখন
অনালোকে
ছায়াচ্ছন্ন
হই
ডুবে
যেতে
থাকি
গাঢ়
বিষাদের
শোকে
তুমি
আসো
রৌদ্রময়
ফুলের
ফাল্গুনে
কথা
বলো
নদীর
শব্দের
মত
কল্লোলে
হৃদয়ের
কাছাকাছি
প্রেমের
সংগ্রামে
ও
সখ্যে।।
যে
দিন
দেখেছি
রৌদ্রে
গাঢ়
রক্তে
লাল
পতাকার
ভিড়ে
ভেসে
যাও
উদ্যাম
মেয়ে
তুমি
যেন
কোনো
যুদ্ধগামী
প্লেটুনের
সেনা
সেদিন
জেনেছি
আমাদের
মতামত
তোমার
গভীরে
বাসা
পেঁথে
আছে
সেদিন
বুঝেছি
জীবনের
জন্য
পাশাপাশি
যুদ্ধে
যায়
রঞ্
জন
ও
নন্দিনী।।
তুমি
আমায়
দুলতে
দিও
না
নৈরাশ্যে
মাঝে
মাঝে
রমণীর
স্বপ্নের
কোরকে
স্নিগ্ধ
আলোর
জয়ের
ইচ্ছাকে
আমাদের
অমলিন
আলোর
স্রোতে
উজ্জ্বলতা
যে
ন৷
ভালোবাসা
বুঝি
মেঘমুক্ত
আকাশের
নীল
আশ্বিনের
জ্যোৎস্নায়
প্লাবিত
নদী
কিংবা
কিষাণের
চোখে
তাজা
শস্যের
সংবাদ
তাই
তোমার
স্বপ্নে
এত
সতেজ
থাকে
প্রিয়া
তোমার
নিবিড়
চোখে
আমার
জন্য
আলো
রেখে
দিও
তোমার
বুকে
রেখে
দিও
প্রেম
ফুল
ও
ফসলের
জন্যে
আমাদের
সংগ্রামের
জন্যে
রেখে
দিও
আনন্দ
ও
তাপ
1 Ekush
2 Shahid Kobi
3 Sukanta
4 Nazrul
5 Sayanaz Khatun
6 Nari
7 Ekusher Janyo
8 Swadesh
9 Dolito
10 Bhalobasa
11 Srimati Purnashree Tripura
Attention! N'hésitez pas à laisser des commentaires.