Bratati Bandyopadhyay - Mastarbabu paroles de chanson

paroles de chanson Mastarbabu - Bratati Bandyopadhyay




আমি আজ কানাই মাস্টার
পোড়ো মোর বেড়ালছানাটি
আমি ওকে মারি নে, মা, বেত
মিছিমিছি বসি নিয়ে কাঠি
রোজ রোজ দেরি করে আসে
পড়াতে দেয় না তো মন
ডান পা তুলিয়ে তোলে হাই
যত আমি বলি, "শোন, শোন
দিন-রাত খেলা, খেলা, খেলা
লেখায়-পড়ায় ভারি হেলা"
আমি বলি, "চ, ছ, জ, ঝ, ঞ"
কেবল বলে, "মিয়ো, মিয়ো"
প্রথম ভাগের পাতা খুলে
আমি ওরে বোঝাই, মা, কত
চুরি করে খাস নে কখনো
ভাল হোস গোপালের মতো
যত বলি সব হয় মিছে
কথা যদি একটিও শোনে
মাছ যদি দেখেছে কোথাও
কিছুই থাকে না আর মনে
চড়াই পাখির দেখা পেলে
ছুটে যায় সব পড়া ফেলে
যত বলি, "চ, ছ, জ, ঝ, ঞ"
দুষ্টুমি করে বলে, "মিয়ো"
আমি ওরে বলি বার বার
"পড়ার সময় তুমি পড়
তারপরে ছুটি হয়ে গেলে
খেলার সময় খেলা করো"
ভাল মানুষের মত থাকে
আড়ে আড়ে চায় মুখপানে
এমনি সে ভান করে যেন
যা বলি বুঝেছে তার মানে
একটু সুযোগ বোঝে যেই
কোথা যায় আর দেখা নেই
আমি বলি, "চ, ছ, জ, ঝ, ঞ"
কেবল বলে, "মিয়ো মিয়ো"



Writer(s): Rabindranath Tagore


Attention! N'hésitez pas à laisser des commentaires.