paroles de chanson Tumi Je Amarey Chao - Debabrata Biswas
তুমি
যে
আমারে
চাও
আমি
সে
জানি
তুমি
যে
আমারে
চাও
আমি
সে
জানি
কেনো
যে
মোরে
কান্না
আও
কেনো
যে
মোরে
কান্না
আও
আমি
সে
জানি
তুমি
যে
আমারে
চাও
আমি
সে
জানি
আলোকে
আধারে
কেনো
তুমি
আপনারে
আলোকে
আধারে
কেনো
তুমি
আপনারে
ছায়া
তারিলে
যাও
আমি
সে
জানি
তুমি
যে
আমারে
চাও
আমি
সে
জানি
কেনো
যে
মোরে
কান্না
আও
আমি
সে
জানি
তুমি
যে
আমারে
চাও
আমি
সে
জানি
সারাদিন
নানা
কাজে
কেনো
তুমি
নানা
স্বাদে
কত
সুরে
ডাক
দাও
আমি
সে
জানি
সাড়া
হলে
দিয়া
নেয়া
নিরন্তর
শেষ
নেয়া
সাড়া
হলে
দিয়া
নেয়া
নিরন্তর
শেষ
নেয়া
কমলির
পানে
বাঁধ
আমি
সে
জানি
তুমি
যে
আমারে
চাও
আমি
সে
জানি
কেনো
যে
মোরে
কান্না
আও
আমি
সে
জানি
তুমি
যে
আমারে
চাও
আমি
সে
জানি
Attention! N'hésitez pas à laisser des commentaires.