paroles de chanson Tumi Robe Nirobe - Debolina Nandy
তুমি
রবে
নীরবে
হৃদয়ে
মম
তুমি
রবে
নীরবে
নিবিড়
নিভৃত
পূর্ণিমা
নিশীথিনী-সম
তুমি
রবে
নীরবে
হৃদয়ে
মম
তুমি
রবে
নীরবে
মম
জীবন
যৌবন,
মম
অখিল
ভুবন
মম
জীবন
যৌবন,
মম
অখিল
ভুবন
তুমি
ভরিবে
গৌরবে
নিশীথিনী-সম
তুমি
রবে
নীরবে
হৃদয়ে
মম
তুমি
রবে
নীরবে
জাগিবে
একাকী
তব
করুণ
আঁখি
তব
অঞ্চলছায়া
মোরে
রহিবে
ঢাকি
জাগিবে
একাকী
তব
করুণ
আঁখি
তব
অঞ্চলছায়া
মোরে
রহিবে
ঢাকি
মম
দুঃখবেদন,
মম
সফল
স্বপন
মম
দুঃখবেদন,
মম
সফল
স্বপন
তুমি
ভরিবে
সৌরভে
নিশীথিনী-সম
তুমি
রবে
নীরবে
নিবিড়
নিভৃত
পূর্ণিমা
নিশীথিনী-সম
তুমি
রবে
নীরবে
হৃদয়ে
মম
তুমি
রবে
নীরবে
Attention! N'hésitez pas à laisser des commentaires.