Dwijen Mukhopadhyay - Bani Mor Nahi paroles de chanson

paroles de chanson Bani Mor Nahi - Dwijen Mukhopadhyay



বাণী মোর নাহি, নাহি
স্তব্ধ হৃদয় বিছায়ে চাহিতে শুধু জানি
বাণী মোর নাহি, নাহি
আমি অমাবিভাবরী আলোহারা
মেলিয়া অগণ্য তারা
নিষ্ফল আশায় নিঃশেষ পথ চাহি
নাহি, নাহি
বাণী মোর নাহি, নাহি
তুমি যবে বাজাও বাঁশি
সুর আসে ভাসি
নীরবতার গভীরে বিহ্বল বায়ে
নিদ্রাসমুদ্র পারায়ে
তুমি যবে বাজাও বাঁশি
সুর আসে ভাসি
নীরবতার গভীরে বিহ্বল বায়ে
নিদ্রাসমুদ্র পারায়ে
তোমার সুরের প্রতিধ্বনি
তোমারে দিই ফিরায়ে
কে জানে সে কি পশে তব স্বপ্নের তীরে
বিপুল অন্ধকার বাহি
নাহি
বাণী মোর নাহি, নাহি
স্তব্ধ হৃদয় বিছায়ে চাহিতে শুধু জানি
বাণী মোর নাহি, নাহি



Writer(s): Rabindranath Tagore


Dwijen Mukhopadhyay - Sandhar Meghmala
Album Sandhar Meghmala
date de sortie
01-08-2010




Attention! N'hésitez pas à laisser des commentaires.