Iman - Pagla Hawa paroles de chanson

paroles de chanson Pagla Hawa - Iman



পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে॥
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে।
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না–
দেয়াল যত সব গেল টুটে॥
যাবে না, যাবে না–
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা,
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
যত মাতাল জুটে।
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥
পাব না, পাব না,
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥



Writer(s): RABINDRANATH TAGORE


Iman - Je Acho Ontorey
Album Je Acho Ontorey
date de sortie
01-12-2016




Attention! N'hésitez pas à laisser des commentaires.