Indranil Sen - Konok Chapa Dhan paroles de chanson

paroles de chanson Konok Chapa Dhan - Indranil Sen




কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
তোমার তরে একতারাতে
বেঁধে নিলেম গান
কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
তোমার তরে একতারাতে
বেঁধে নিলেম গান
আমি নতুন সুরে.
কন্ঠে নিলেম গান
নিলেম গান
আহা কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
তোমার তরে একতারাতে
বেঁধে নিলেম গান
কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
পান্না মাঠে হীরের রোদ
ঝিকিমিকি করে
চিকন চিকন বাঁশের পাতা
হাওয়ায় বুঝি নরে
পান্না মাঠে হীরের রোদ
ঝিকিমিকি করে
চিকন চিকন বাঁশের পাতা
হাওয়ায় বুঝি নরে
আহা বাসবকুলে মউ ধরেছে
ওগো ডাগর-চোখে রং ঝরেছে
মৌমাছিদের পাখায় বাজে
গুনগুনগুন
গুনগুনগুন
গুন গুন গুন গুন
গুঞ্জরনের গান
আহা বাউল আমি
আহা বাউল আমি
একতারাতে
বেঁধে নিলেম গান
নিলেম গান
আহা কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
তোমার তরে একতারাতে
বেঁধে নিলেম গান
কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
ও মিতেনি
ও চাষীবউ
ঘরে ফসল এলো
এবার ঘরে ফসল এলো
সন্ধ্যামণি. আকাশে তাই
পিদিমখানি দিলো
এবার পিদিমখানি দিলো
বাংলা আমার
বারোমাসে
তেরো পাবণ ভরা
ফুলকুমারী মেয়ের আগায়
শিব ঠাকুরের ছড়া
বাংলা আমার
বারোমাসে
তেরো পাবণ ভরা
ফুলকুমারী মেয়ের আগায়
শিব ঠাকুরের ছড়া
আহা পাকা ধানের বাঁকে বাঁকে
ওগো সোনার ঘরে কুটুম আসে
গৌরীধানের নূপুর বাজায়
রুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
রুম ঝুম রুম ঝুম
কতই মোদের গান
আহা বাউল আমি
আহা বাউল আমি
একতারাতে
বেঁধে নিলেম গান
নিলেম গান
আহা কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
তোমার তরে একতারাতে
বেঁধে নিলেম গান
কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
তোমার তরে একতারাতে
বেঁধে নিলেম গান
আমি নতুন সুরে.
কন্ঠে নিলেম গান
নিলেম গান
আহা কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
তোমার তরে একতারাতে
বেঁধে নিলেম গান
কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান
কণক-চাঁপা ধান
আহা চম্পা-বরণ ধান





Attention! N'hésitez pas à laisser des commentaires.