James - Prottaborton paroles de chanson

paroles de chanson Prottaborton - James




হঠাৎ মনে পড়ল তোমায়,
মনে পড়ে গেলো সেই ছেলেমানুষী হারিয়ে গেছে কোথায়
হঠাৎ আজ মনে পড়ল তোমায়
এই আমি কতবার সেই তোমার প্রেমে পড়েছি
মনে আছে কি তোমার?
আর ঠিক ততবার, বৃষ্টির গান লিখেছি, পিয়ানোতে সুর তুলেছি
হৃদয় জুড়ে গেয়েছি,
তাই আবার ফিরে যাই, তাই আবার ফিরে যাই।
আমি আবার আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই
আমি আবার আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই
আমি আবার আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই
আমি আবার আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই।
হঠাৎ মনে পড়ল তোমায়,
মনে পড়ে গেলো সেই ছেলেমানুষী হারিয়ে গেছে কোথায়
হঠাৎ আজ মনে পড়ল তোমায়
এই আমি কতবার সেই তোমার প্রেমে পড়েছি
মনে আছে কি তোমার?
আর ঠিক ততবার, বৃষ্টির গান লিখেছি, পিয়ানোতে সুর তুলেছি
হৃদয় জুড়ে গেয়েছি,
তাই আবার ফিরে যাই, তাই আবার ফিরে যাই।
আমি আবার আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই
আমি আবার আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই
আমি আবার আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই
আমি আবার আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই।





Attention! N'hésitez pas à laisser des commentaires.