Jony feat. Nancy - Valobashi Jao Na Bole paroles de chanson

paroles de chanson Valobashi Jao Na Bole - Nancy , Jony



আমার মন চায় বারে বার, শুধু তোমায়
সারাটিক্ষণ তোমায় নিয়ে স্বপ্নে হারায়
হৃদয় জানে মাবুদ জানে,
চেয়ে আছি তোমার পানে
ভালোবাসি যাওনা বলে,
ভালোবাসি দাওনা বলে
।।।।।।####
তোমারই রূপে আমি, হয়েছি মগ্ন
কিছুতেই কাটেনা ক্ষণ
কত যে ভালোবাসি তবুও দিনে দিনে
হই যে আরও বিভোর
হৃদয় জানে মাবুদ জানে,
চেয়ে আছি তোমার পানে
ভালোবাসি যাওনা বলে,
ভালোবাসি দাওনা বলে
।।।। ###
তোমারই প্রেমে আমি, হয়েছি স্বপ্ন
চাই না তো কিছু আর
থাকবো পাশাপাশি বাঁচবো যতদিন
ভাংগুক যতই আঘাত
হৃদয় জানে মাবুদ জানে,
চেয়ে আছি তোমার পানে
ভালোবাসি যাওনা বলে,
ভালোবাসি দাওনা বলে
আমার মন চায় বারে বার, শুধু তোমায়
সারাটিক্ষণ তোমায় নিয়ে স্বপ্নে হারায়
হৃদয় জানে মাবুদ জানে,
চেয়ে আছি তোমার পানে
ভালোবাসি যাওনা বলে,
ভালোবাসি দাওনা বলে।।




Jony feat. Nancy - Shuchona
Album Shuchona
date de sortie
10-04-2013



Attention! N'hésitez pas à laisser des commentaires.