Juice Music - Tom Tom the Pipers Son paroles de chanson

paroles de chanson Tom Tom the Pipers Son - Juice Music



বড় অবেলায় পেলাম তোমায়
কেন এখনি যাবে হারিয়ে?
কি করে বল রব একেলা?
ফিরে দেখ আছি দাড়িয়ে-দাড়িয়ে...
কেন হঠাত্ তুমি এলে?
কেন নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে...
শুনছো কি তুমি আমাকে
ছিলে আমার হয়ে পুরোটায়,
যাবে কোথায় রেখে আমায়
পথ চলায় তোমাকেই চাই-
কেন হঠাত্ তুমি এলে?
কেন নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে...
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু একে যায়
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাই-
কেন হঠাত্ তুমি এলে?
কেন নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে...



Writer(s): Philip Barton, Scott Russell Aplin


Juice Music - Ultimate 100 Kids Songs
Album Ultimate 100 Kids Songs
date de sortie
04-04-2008




Attention! N'hésitez pas à laisser des commentaires.