paroles de chanson Ektuku Chhonwa Lage - Kishore Kumar
একটুকু
ছোঁয়া
লাগে
একটুকু
কথা
শুনি
তাই
দিয়ে
মনে
মনে
রচি
মম
ফাল্গুনি
।।
একটুকু
ছোঁয়া
লাগে
একটুকু
কথা
শুনি।
কিছু
পলাশের
নেশা
কিছু
বা
চাঁপায়
মেশা।।
কিছু
পলাশের
নেশা
কিছু
বা
চাঁপায়
মেশা।।
তাই
দিয়ে
সুরে
সুরে
রঙে
রসে
জাল
বুনি।।
তাই
দিয়ে
সুরে
সুরে
রঙে
রসে
জাল
বুনি।।
রচি
মম
ফাল্গুনি।
একটুকু
ছোঁয়া
লাগে
একটুকু
কথা
শুনি।
যেটুকু
কাছেতে
আসে
ক্ষণিকের
ফাঁকে
ফাঁকে
চকিত
মনের
কোণে
স্বপনের
ছবি
আঁকে
।।
যেটুকু
কাছেতে
আসে
ক্ষণিকের
ফাঁকে
ফাঁকে
চকিত
মনের
কোণে
স্বপনের
ছবি
আঁকে
।।
যেটুকু
যায়রে
দূরে
ভাবনা
কাঁপায়
সুরে।।
যেটুকু
যায়রে
দূরে
ভাবনা
কাঁপায়
সুরে।।
তাই
নিয়ে
যায়
বেলা
নূপুরের
তাল
গুনি
।।
তাই
নিয়ে
যায়
বেলা
নূপুরের
তাল
গুনি
।।
রচি
মম
ফাল্গুনি।
একটুকু
ছোঁয়া
লাগে
একটুকু
কথা
শুনি
তাই
দিয়ে
মনে
মনে
রচি
মম
ফাল্গুনি
।।
একটুকু
ছোঁয়া
লাগে
একটুকু
কথা
শুনি
1 Anandadhara Bahichhe Bhubane
2 Ami Pathbhola Ek Pathik Esechhi
3 Ektuku Chhonwa Lage
4 Gharete Bhramar Elo
5 Ogo Nadi Apan Bege
6 Ki Gabo Ami Ki Shunabo
7 Aaji Jharo Jharo Mukhar Badardine
8 Srabaner Gaganer Gay
9 Jete Dao Gelo Jara
10 Na Bujhe Kare Tumi Bhasale
11 Prangane Mor Shirishshakhay
12 Ogo Purabasi
13 Tar Anta Nai Go
Attention! N'hésitez pas à laisser des commentaires.