paroles de chanson Bansoria Oii Daake Amare - Kumar Sanu feat. Anupama Deshpande
প্রীতম,
প্রীতম,
প্রীতম
প্রীতম,
প্রীতম,
প্রীতম
প্রীতম,
প্রীতম,
প্রীতম
বাঁশরিয়া
ওই
ডাকে
আমারে
ও
প্রীতম
এসো
নদী
কিনারে
বাঁশরিয়া
ওই
ডাকে
আমারে
ও
প্রীতম
এসো
নদী
কিনারে
তোমার
নয়নের
ঘুমটা
কেড়ে
নেব
তোমার
ঠোঁটেরও
রঙটা
মুছে
দেব
বাঁশরিয়া
ওই
ডাকে
আমারে
ও
প্রীতম
এসো
নদী
কিনারে
আমার
বিশ্বাসে
তোমায়
গড়ে
তেব
তোমায়
বৃষ্টির
ছায়ায়
তেড়ে
করে
নেব
বাঁশরিয়া
ওই
ডাকে
আমারে
ও
প্রীতম
এসো
নদী
কিনারে
পাথেয়
নয়ন
পেতে
গিয়েছি
আমার
সাথে
তোমার
প্রহর
গুনে
গুনে
গেল
অপেক্ষা
দিন
আমার
পৃথিবীর
যত
বাধা
ভেঙে
এসেছি
তোমার
কাছে
সব
প্রেম
দেব
তোমায়
আমি
এ
বুকের
যত
আছে
পাগল
হয়েছিলাম
আমি
তোমার
প্রেমের
জন্য
ওরে
দিলে
আমায়
তুমি
তোমায়
দেখার
জন্য
তোমায়
দেখার
জন্য
তোমায়
দেখার
জন্য
বাঁশরিয়া
ওই
ডাকে
আমারে
ও
প্রীতম
এসো
নদী
কিনারে
প্রীতম,
প্রীতম,
প্রীতম
প্রীতম,
প্রীতম,
প্রীতম
প্রীতম,
প্রীতম,
প্রীতম
Attention! N'hésitez pas à laisser des commentaires.