Lata Mangeshkar - Chitar Agoon - traduction des paroles en anglais

Paroles et traduction Lata Mangeshkar - Chitar Agoon




Chitar Agoon
Chitar Agoon
চিতার আগুনে
In the funeral pyre's flames
আমাকে পোড়াতে পারবে;
You may burn me;
সাদা ছাইগুলো বাতাসে
The white ashes in the air
উড়াতে পারবে।
You may scatter.
আমার গানকে
My song,
পোড়াতে পারবে না।
You cannot burn.
চিতার আগুনে,
In the funeral pyre's flames,
আমাকে পোড়াতে পারবে।।
You may burn me.
সাদা ছাইগুলো বাতাসে
The white ashes in the air
উড়াতে পারবে;
You may scatter;
আমার গানকে
My song,
পোড়াতে পারবে না।
You cannot burn.
চিতার আগুনে আমাকে
In the funeral pyre's flames you
পোড়াতে পারবে।
may burn me.
পোড়াতে পারবে জানি
I know you can burn
আমার গানের
My song's
এই কাগজগুলো,
These papers,
তানপুরার তারে,
The strings of the tanpura,
ছড়াতে পারবে জানি,
I know you can spread
অনেক ধুলো।।
Much dust.
শুধু যে গান রইল পরে হৃদয় জুড়ে
But the song that remains in my heart
সে গান থামাতে পারবেনা
That song you cannot stop
চিতার আগুনে
In the funeral pyre's flames
আমাকে পোড়াতে পারবে
You may burn me
চিতার আগুনে
In the funeral pyre's flames
আমাকে পোড়াতে পারবে।
You may burn me.
গানের ঘরটা জানি,
The music room I know
পারবে দু'দিন পরে বদলে দিতে,
You can change in a couple of days
সরস্বতীর এই ছবিটা পারবে,
This picture of Saraswati you can
খুলে নামিয়ে নিতে।।
Remove and take down.
শুধু মায়ের আশির্বাদে
Just my mother's blessings
আঁকা যে ছবি;
The picture that is drawn
সে ছবি নামাতে পারবে না।
You can't take down that picture.
চিতার আগুনে,
In the funeral pyre's flames,
আমাকে পোড়াতে পারবে।।
You may burn me.
সাদা ছাই গুলো
The white ashes
বাতাসে উড়াতে পারবে
In the air you may scatter
আমার গান কে
My song
পোড়াতে পারবে না।
You cannot burn.





Writer(s): LATA MANGESHKAR


Attention! N'hésitez pas à laisser des commentaires.