Lata Mangeshkar - Ei Raat Eto Tara paroles de chanson

paroles de chanson Ei Raat Eto Tara - Lata Mangeshkar



এই রাত...
এই রাত...
এত তারা আছে তার সাথে
আমি একা কাঁদি বেদনাতে
গো আমি একা কাঁদি বেদনাতে
এই রাত...
এত তারা আছে তার সাথে
আমি একা কাঁদি বেদনাতে
গো আমি একা কাঁদি বেদনাতে।।
স্বপ্নের দ্বীপ জ্বেলে দুটি নয়নে
এঁকেছি কত না ছবি যতনে এই মনে
মন যারে চায় ধরা দিতে
জানে না সে হায় মন নিতে
গো তাই এক কাঁদি বেদনাতে
এই রাত...
এত তারা আছে তার সাথে
আমি একা কাঁদি বেদনাতে
গো আমি একা কাঁদি বেদনাতে।।
স্মৃতির পাখিটা কেঁদে কেঁদে মরে
কত ব্যাথা বুকে নিয়ে বকুলেরা ঝরে
যত সুখ ফেলে আসা পথে
ব্যাথা হয়ে ফিরে আসে রাতে
গো তাই এক কাঁদি বেদনাতে
এই রাত...
এত তারা আছে তার সাথে
আমি একা কাঁদি বেদনাতে
গো আমি একা কাঁদি বেদনাতে
এই রাত...



Writer(s): LATA MANGESHKAR


Lata Mangeshkar - Bhalobasa Chara Aar Ache Ki
Album Bhalobasa Chara Aar Ache Ki
date de sortie
11-06-2015




Attention! N'hésitez pas à laisser des commentaires.