Oblique - Oblique paroles de chanson

paroles de chanson Oblique - Oblique



তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুঃস্থ বর্ণমলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে পড়া সহজে
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আকাশপানে যদি চেয়ে থাকো
আমায় তুমি জানিয়ে রেখো
আমি হন্যে হয়ে আর হাঁটবো না নগরে
সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি
স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি
যদি দেখা হয় অন্য কোন প্রহরে
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো"



Writer(s): Juan Ramon Gonzalez Fernandez, Sonia Huerta Comes, Carlos Javier Quintero Marrero, Jose Luis Del Barrio Sanchez


Oblique - Acapulco
Album Acapulco
date de sortie
01-01-2003




Attention! N'hésitez pas à laisser des commentaires.