Rima Mukherjee - Tobu Mone Rekho paroles de chanson

paroles de chanson Tobu Mone Rekho - Rima Mukherjee




তবু মনে রেখো
তবু মনে রেখো
যদি দূরে যাই চলে
তবু মনে রেখো
যদি পুরাতন প্রেম
ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে
মনে রেখো
তবু মনে রেখো
যদি থাকি কাছাকাছি
দেখিতে না পাও
ছায়ার মতন আছি না আছি
মনে রেখো
তবু মনে রেখো
যদি জল আসে আঁখিপাতে
যদি জল আসে আঁখিপাতে
একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে
তবু মনে রেখো
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে
মনে রেখো
যদি পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে
তবু মনে রেখো
তবু মনে রেখো
তবু মনে রেখো



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.