Rupankar - Anek Durey Bari Tomar paroles de chanson

paroles de chanson Anek Durey Bari Tomar - Rupankar



অনেক দূরে বাড়ি তোমার, এখন যাবো কিভাবে
অনেক কথা আছে বলার সাজানো শো- কেসে
তবুও তুমি বোঝোনি,
পিছু ফিরে চাওনি
সরল চোখের পাতা ভীষণ ক্লান্ত
নরম হাতের ছোয়াই সে কথা মানতো
তবও তুমি বোঝোনি
অশান্ত বুকের ধমনী
কলেজ গেটের দেয়াল ঘেষে আমি আজো অপেক্ষায়
সুখের স্মৃতি বিকেল আজ লাইন টানা পৃষ্ঠায়



Writer(s): bumpai chakraborty


Rupankar - Anek Durey Bari Tomar
Album Anek Durey Bari Tomar
date de sortie
30-09-2020




Attention! N'hésitez pas à laisser des commentaires.