Sagar Sen - Ei Korechho Bhalo Nithur Hey paroles de chanson

paroles de chanson Ei Korechho Bhalo Nithur Hey - Sagar Sen




এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
আমার ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে
আমার ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে
আমার দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
যখন থাকে অচেতনে চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব
সেই তো পুরস্কার
যখন থাকে অচেতনে চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব
সেই তো পুরস্কার
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে
বজ্রে তোলো আগুন করে
আমার যত কালো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.