Satinath Mukherjee - Kare Ami E Byatha Janabo paroles de chanson

paroles de chanson Kare Ami E Byatha Janabo - Satinath Mukherjee




মরমিয়া, তুমি চলে গেলে
দরদী আমার কোথা পাবো?
কারে আমি ব্যথা জানাবো?
কারে আমি ব্যথা জানাবো?
মরমিয়া, তুমি চলে গেলে
দরদী আমার কোথা পাবো?
কারে আমি ব্যথা জানাবো?
কে বলো আর শুনবে গান?
রাঙিয়ে দেবে আমার প্রাণ
কে বলো আর শুনবে গান?
রাঙিয়ে দেবে আমার প্রাণ
শিউলি ফুলের মালা গেঁথে কারে পরাবো?
কারে আমি ব্যথা জানাব?
বলো না গো বিদায়ের বারতা
মনে আমার সইবে না যে সে ব্যথা
বলো না গো বিদায়ের বারতা
কে আছে আর বন্ধু আমার
দুঃখ সুখের কথা শোনার?
কে আছে আর বন্ধু আমার
দুঃখ সুখের কথা শোনার?
কার নয়নের আশা নিয়ে মন ভরাবো?
কারে আমি ব্যথা জানাবো?
মরমিয়া, তুমি চলে গেলে
দরদী আমার কোথা পাবো?
কারে আমি ব্যথা জানাবো?



Writer(s): Satinath Mukherjee, Pulak Banerjee


Attention! N'hésitez pas à laisser des commentaires.